শ্রুতিমধুর
(কিছু অংশ)
চরিত্রঃ জয়দীপ, টুকটুকি।
শ্রুতিমধুর : দুই
হার মানা হার
[ প্রারম্ভিক আবহসংগীত। কলিং বেল বাজে। বেজেই চলে। দূর থেকে টুকটুকির কন্ঠস্বর শোনা যায়। ক্রমশ কাছে আসে। ]
টুকটুকি ॥ আসছি আসছি, বা-বা, এ যে থামতেই চায় না! কিসের, এত তাড়া ? .....এলি তো এলি এখন কেন? কত কাজ আমার বিকেলে এলেই তো হতো। জ্বালাতন-উঃ আসছি।
[ দরজা খোলার শব্দ। ]
কি ব্যাপার ? এত তাড়া কিসের—আ-রে? আপনি? কি হল ? হঠাৎ আমাদের বাড়ি? কালই তো অফিস এ দেখা হল, বললেন না তো এখানে আসবেন ? এ্যাঁ? চুপ করে আছেন কেন? জয়দীপ?
জয়দীপ ॥ না মানে এখন পৰ্য্যন্ত তো কথা বলার চান্স-ই পাইনি তো উত্তর দেব কি করে?...আপনার বাড়িতে কেউ এলে কি ভেতরে যাবার পারমিশন
নেই? বাইরে দাঁড়িয়েই কথাবার্তা বলতে হয় ?
টুকটুকি ॥ সে আবার কি? এরকম বেঁকিয়ে কথা বলবেন না তো? আমার
একদম ভাল লাগে না।...আসুন। ভেতরে আসুন। বসুন। একটু আগে এলে পারতেন, বাবার সঙ্গে দেখা হতো। বাজারে মোটে যেতেই চায় না, জোর করে পাঠিয়েছি।
জয়দীপ ॥ ওনার সঙ্গে রাস্তাতেই ইয়ে, মানে দেখা হয়ে গেছে।
টুকটুকি ॥ বাঃ ফাইন! আমার আবার মুশকিল কি জানেন—ছুটির দিন আমি একটু ঘরের কাজ করি। দেখছেন না, মাথায় তোয়ালে জড়ানো, ঝুল ঝাড়ছিলাম তো। তাই।
জয়দীপ ॥ অ!