বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
'তৃনয়না' একটি ছোট রহস্যপোন্যাস, যার মাঝে মিলে-মিশে আছে ভয়, প্রেম ও রহস্য। এর কাহিনী গড়ে উঠেছে 'বীণা' নামের একটি নারী চরিত্র আর সাদমান নামের এক সহজ-সরল যুবকের প্রেমকে কেন্দ্র করে। কাহিনীর বিভিন্ন বাঁকে রহস্য, ভয়, ভালোবাসা আর আকাঙ্ক্ষায় মিলে-মিশে আছে তাঁদের সম্পর্ক। কোন এক রহস্যময় অতীত যেন সবসময়ই তাড়া করে ফিরছে সাদমানকে, পারবে কি বীণা তাঁকে বের করে আনতে সেই অতীত অভিশাপ থেকে? আমি আমার মতো চেষ্টা করে গেছি উপন্যাসে প্রাণ সঞ্চার করার। বাকিটা আশা করব পাঠকরা জানাবেন কেমন লাগলো আপনাদের চরিত্রগুলো।