কার জন্য কাঁদছে আকাশ?
অনেক প্রশ্নের উত্তর জানে না মানুষ। বৃষ্টি কী আসলেই আকাশের কান্না? আকাশের মন খারাপ হলেই কী মেঘ জমে? খুব বেশি মন খারাপ হলে কী আকাশের কান্না বৃষ্টি হয়ে ঝরে? নাকি ফেরেশতা মিকাইল (আ.) মেঘ আর বৃষ্টি বণ্টন করেন? তিনি চাইলে মেঘ জমে, তিনি চাইলেই বৃষ্টি নামে। তার সঙ্গে যোগাযোগের উপায় কী? কতটা ডাকলে তিনি শুনবেন?
ডাকার মতো ডাকলে নাকি বিধাতাও শোনেন। মানুষ আসলে ক্ষমতাকেই পূজা করে। আল্লাহ, ঈশ্বর কিংবা বিধাতাকেই মানুষ সর্বোচ্চ ক্ষমতাবান মনে করে। ফেরেশতারা বিধাতার অধীন, তাদের হয়তো তেমন বড় ক্ষমতা নেই। সেই কারণে কিনা জানি না, মানুষ ফেরেশতাদের পূজা করে না, তাদের কাছে কিছু চেয়ে য প্রার্থনাও করে না! তবে তাদের দায়িত্ব বণ্টন করা আছে। সবচেয়ে ব্যস্ত ফেরেশতা সম্ভবত আজরাইল (আ)।