(সাদিয়া, তানিয়া, আর জায়েদ ক্লাস শেষে ভার্সিটিতে বসে আড্ডা দিচ্ছে)
সাদিয়া : স্বপ্নীল কিন্তু আবারও ক্লাস মিস দিচ্ছে।
তানিয়া : এ আর নতুন কি?
সাদিয়া : সে জানি। কিন্তু গতকাল রাতে ফোনে বলেছিলো আজ ক্লাস করবে।
জায়েদ : কতই যে ছবি তুলতে পারে স্বপ্নীল। উফ...
তানিয়া : হাত উঁচু করে বলে ঐ যে স্বপ্নীল আসছে (একটু দূরে দেখা যাচ্ছে স্বপ্নীল এদিকেই এগিয়ে আসছে। গলায় ক্যামেরা)
স্বপ্নীল : খবর কি তোদের? ক্লাস করলি?
সাদিয়া : তোর কিন্তু ক্লাসে এখন রেগুলার হওয়া উচিত। ধীরে ধীরে কিন্তু ফাইনাল এক্সাম এগিয়ে আসছে।