আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
ইতির চিঠি। ইতি আমার স্ত্রী। পুঁটি মাছ ছদ্দ নাম। পান্তা আমার ছদ্দ নাম।
এখন চিঠিতে ছদ্দ নাম ব্যবহার করতে হয়। পাকিস্তানি বাহিনী পোস্টঅফিসে
সকল চিঠি চেক করে। সন্দেহ হলে খোলে, পড়ে দেখে। তাদের বিরুদ্ধে
কোন কিছু লেখা হয়েছে কিনা? কোন নতুন তথ্য আছে কিনা? মুক্তিবাহিনী
কিনা? তারা কোন তথ্য আদান প্রদান করছে কিনা? ইতি হয়তো সেটি
জানে। ইতিপূর্বে লেখা আরও কিছু চিঠি সে লিখে থাকতে পারে। কিন্তু
আমার হাতে পৌঁছেনি। আমার কোন চিঠি সে পায়নি। সে হতাশ হয়নি। সে
বুঝে গেছে পাকিস্তানিদের নির্লজ্জ কারবার। তাই তার এ চালাকি। ওরা
বোকা, সে বোকাদের হার মানিয়েছে। অবশেষে তার চিঠি আমার হাতে
এসে পৌঁছেছে।