বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Related Products
Product Specification & Summary
কুয়াকাটা সমুদ্র সৈকত। শীতের আকাশ, চারদিকে কুয়াশা অন্ধকার করে রেখেছে। আবছা আলোয় সমুদ্রের শেষ প্রান্তে জলের ভেতর থেকে বিশাল থালার মত সূর্যদেব উঠছেন। সকালের এই সূর্যোদয় দেখার জন্য শত শত মানুষ ছুটছে। ক্লান্তিহীনভাবে দৌড়াচ্ছে একে অপরের ফেলে আসা পদচিহ্নে পা রেখে। এ সৌন্দর্যের যেন শেষ নেই।
লাবনী সূর্যোদয় দেখে একান্তে এসে দাঁড়িয়েছে ঝাউগাছের নিচে। রায়হান ছেলেকে নিয়ে ছুটছে বিরামহীনভাবে। অংশুও বাবার হাত ধরে জল খেলার আনন্দে মেতে উঠেছে। ছুটছে দূর থেকে বহুদূর। লাবনী ওদের আনন্দ দেখছে, খুব ভালো লাগছে। তারপরও কোথায় যেন একটা ক্ষত ভেতরটাকে উল্টে পাল্টে একাকার করে রেখেছে। আজ যেন কাউকে কিছুই বলার নেই। দুটি ছেলে একত্রে আনন্দে মেতে উঠলে মার মনে স্বস্তি থাকতো। অথচ একটিকে কোথায় রেখে আসতে হয়েছে। জীবনের পরাজয়গুলো কেন এমন করে তলদেশ সপর্শ করে? সে প্রশ্ন এখন জলের কাছে, হয়তো আত্মসমর্পণ? হেঁটে হেঁটে এগিয়ে এসেছে সমুদ্রের কাছে, সমুদ্র ছুটে আসছে লাবনীর দিকে।