বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
আইরিনের ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, একটি হাসি খুশি পরিবারের স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্যই আইরিন বেঁচে থাকে। স্বপ্ন হচ্ছে আশার আলোর মতো অনেক অন্ধকারের মধ্যেও যা বেঁচে থাকার সাহস জোগায়। এই সাহসের হাত ধরেই আইরিন তার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলে। কিন্তু পৃথিবীতে কোনো রাস্তাই সমান নয়, সব পথেই বাঁধা আছে। আইরিনের স্বপ্ন পূরণের পথেও অনেক বাঁধা ছিল। সকল বাঁধার সম্মুখীন হয়েও সে তার স্বপ্ন পূরণ করে। যদিও মাঝপথে সে হারিয়ে যায়। ভেঙ্গে পড়ে। কিন্তু তার আশার আলো তাকে পথ দেখায় এবং তাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেয়।