2 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 250TK. 188 You Save TK. 62 (25%)
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
ভূমিকা
পৃথিবীর আদি পুরাণগুলো জগৎ সংসারের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের গল্প বলে, গল্প বলে কোনো না কোনো বীরপুরুষ। ওই পুরাণপৃথিবীতের বিশ্বজগৎ ঘোর অন্ধকার করে দিয়ে মেঘ ঘনায়, চরাচর লুপ্ত করে দিতে আসে মহাপ্লাবন। নগর ধূলিসাৎ করে দিতে আসে ভূমিকম্প। পুরাণ তার গল্পে গল্পে জানতে থাকে যে, এ সবই কেউ একজন ঘটায়! ওই আদিম কল্পনাময় পুরাণ কাহিনীগুলো অভিভূতকর। তবে এরা আরও অভিভূতকর বলে গণ্য হতে পারে এদের প্রকাশ্য কথার ভেতরে বয়ে নিয়ে চলা নেপথ্য কথা ও কাহিনীর কারণে!
পুরাণ কাহিনীরা তাদের প্রকাশ্য কথার ভেতরে পরতে পরতে ধারণ করে আছে গভীর গুরুত্বপূর্ণ বহু কথা। ধারণ করে আছে দূর আদিকালের সমাজবাস্তবতা ও সমাজ-মানসের পরিচয়; বহন করে চলছে তারা পুরাণ পুরুষের আদিসত্তার অকপট অভিজ্ঞান। প্রকাশ্য গল্প যাকে পরাক্রান্ত বীর বলে জানাতে থাকে, নেপথ্য সূত্ররা দেখাতে থাকে তার অন্য পরিচয়। ওই তার প্রকৃত পরিচয়। নেপথ্যসূত্ররা সন্তর্পনে অঙ্গুলি নির্দেশ করতে থাকে ওই বীরের প্রকৃত দশাটির দিকে। দেখাতে থাকে যে, ওই প্রকাশ্য বীরজনের ভেতরে বসত করে কোন দোদুল্যমান, জড়তাগ্রস্ত মন-প্রাণ! দেখাতে থাকে যে, সে এক অদ্ভুত জগৎ-সেখানে ন্যায় অন্যায়ের ভেদরেখা নেই, যে কোনে প্রকারে আত্ম-স্বার্থসিদ্ধিই সেখানে শেষ কথা। হনন প্রবঞ্চনা প্রতারণায় দশ দিক ভরে আছে ওই পৃথিবীর।
অন্য সকল পুরাণের সঙ্গে এ গ্রন্থে ব্যবহার করা হয়েছে আদিপৃথিবীর মহাকাব্যগুলোর কোনো কোনোটি -যেমন রামায়ণ, মহাভারত ইত্যাদি। নির্ভর করা হয়েছে ভগবদগীতা, আদিপুস্তক প্রভৃতি ধর্মগ্রন্থের ওপরও। ওই সকল গ্রন্থে, আদি পুরাণগুলোর মতোই, জগৎসংসারের সৃষ্টি স্থিতি প্রলয় জিজ্ঞাসাও বিশদ রূপেই বিধৃত হয়ে থাকতে যেমন দেখা যায়, তেমনি এরাও বহন করে চলে আদিম নানা বীরপুরুষের আপাত প্রকাশ্য বীর্যগাথা ও নেপথ্যের সামান্যতায় -মোড়ানো প্রকৃত সত্তাটির পরিচয়। একারণে এসকল গ্রন্থও গণ্য হয়ে পুরাণকথা রূপেই।
এই বইয়ে পুরাণগুলোর সেই নেপথ্য কথা ও কাহিনীর ওপরই আলোকপাতের চেষ্টা চালানো হয়েছে, এবং চেষ্টা চালানো হয়েছে ওই প্রাচীন পুরাণসমূহে বিধৃত পুরাণপুরুষের সত্য পরিচয়টি উদ্ঘাটনের।
পুরাকালের ঘটনারাশি ও সুদূর পুরাণ-পুরুষগণের বিবিধ বৃত্তান্ত পাক এই কালের পাঠকের গাঢ় মনোযোগ আর অনুরাগ! ওই দূর অন্ধকার, নিবিড়, নিবিড় মেঘময় আকাশ নতুন করে আকুল করুক একালের চিত্তসকলও।
আকিমুন রহমান
সূচিপত্র *
আদি পুরাণে পুরুষের রূপ *
‘আর দেখ, বাল্যকাল অবধি পুরুষের মনস্কল্পনা দুষ্ট’ *
পুত্র পুরাণ *
প্রয়োজনের পুত্রশাস্ত্র *
‘তাহার নাম কি বঞ্চক নয়? *’
তার প্রতিশ্রুতি ও শপথ দেখ কোন কথা বলে *
বলো বলো ইন্দ্রিয়ের জয় *
‘সে আমাদের ভ্রাতা, আমাদের মাংস’ *
যেভাবে তুমি অর্জুন তুমি- *
‘পুরাণ পৃথিবী : দিকে দিকে শুধু অবাধ্যতার ঢেউ *
‘হে ইন্দ্র! হে মেঘবন! তুমি ধনপতি, আমাদের গো দাও’ *
চরিত্রাবলী