আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
বাস থেকে নেমে প্রায় দৌড়াতে শুরু করল টুশি। টেনেটুনে ওর হাতে সময় আছে আর মিনিট পাঁচেকের মতো। এরমধ্যে অফিসে হাজির হতে পারলে ভালো। নয়তো যথারীতি লেট প্রেজেন্ট খাও। দুই দিন লেট প্রেজেন্ট মানে একদিনের বেতন হাওয়া! অবশ্য এক-দু'দিনের বেতন কেটে রাখলে টুশির কিছুই যায় আসে না। তবু হাজিরা খাতায় লাল কালি পড়াটা ওর খুব একটা পছন্দ না। যে করে হোক ঠিক নটার মধ্যেই অফিসে ঢুকতে হবে।
ওয়াসা ভবন হয়ে সিএ ভবনের কাছাকাছি আসতেই হঠাৎ রেজওয়ানার সঙ্গে দেখা হয়ে গেল। ছোকরা ধরনের একটা ছেলের সঙ্গে ফুটপাতে দাঁড়িয়ে আলাপ করছিল। টুশিকে দেখে প্রায় লাফিয়ে উঠল, 'তুই এখানে! এভাবে ছুটছিস কোথায়?'
'অফিসে। তুই এখানে?' টুশিরও প্রায় একই প্রশ্ন। অনেকদিন বাদে রেজওয়ানার সঙ্গে দেখা। তাই খানিকটা অবাক হলো সেও।