"একাকী সমুদ্র সৈকত" বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
ফাদার পল পিটার কস্তা একাধারে কথাশিল্পী ও কবি। কবি যখন গদ্যের জগতে ঢুকে পড়েন- সেখানেও তিনি একটা ছন্দময় পরিবেশ ফুটিয়ে তােলেন। তিনি গদ্যের মাধ্যমে নিজের দেখা সমাজ আর মানুষের জীবনচিত্র ফুটিয়ে তুলেছেন এই উপন্যাসে। তিনি সাবলীল বাক্যবিন্যাসে তার চারপাশের দৃশ্যকে শব্দবন্দি করে এই উপন্যাসের কাহিনির বিস্তার ঘটিয়েছেন। এই পৃথিবীতে একই সমতলে, একই মাটি জলে আমাদের বসবাস, কিন্তু চিন্তাচেতনা আর যাপিত জীবনের চাওয়া পাওয়ার মাঝে যে বিস্তর ব্যবধান তাই নিয়ে তার উপন্যাস ‘একাকী সমুদ্র সৈকতে’। আপনিও একটু চোখ কান খুলে রাখুন। দেখবেন আপনার চারপাশেও এমন হাজারাে ঘটনার ছড়াছড়ি। হয়ত এই উপন্যাসের কাহিনির সাথে মিলে যেতে পারে আপনার জীবনকাহিনিও। মলাটবদ্ধ এই কাহিনি পড়ুন আর যাচাই করে নিন আপনার চারপাশকে; জীবনকে। পাঠকবৃন্ধ আশাকরি ভালােলাগবে আপনাদের এই উপন্যাসের শব্দের ক্যানভাস।
- বি ভি রঞ্জন