"সে আসে বর্ষায়" বইয়ের ভূমিকাঃ
আমার প্রথম উপন্যাস “লাল চায়ের নিমন্ত্রণে” পাঠকরা এভাবে গ্রহণ করবেন—এ আমি স্বপ্নেও ভেবেছি কি না সন্দেহ। মেঘ না চাইতেই জল না, মেঘ না চাইতেই একেবারে সরবত টাইপ অবস্থা।
এ অবস্থায় অভ্যাস ঠিক থাকার কথা না। যথারীতি আমিও উপস্থিত হয়েছি “সে আসে বর্ষায়” নিয়ে। প্রেজেন্ট স্যার!
“সে আসে বর্ষায়” সেটা আবার কে? ঝড়-বৃষ্টি না তাে?
ভূমিকা শেষ। পাঠকদের আমন্ত্রণ জানাচ্ছি মূল গল্পে।