আমি আর ছোঁয়া হাত ধরে বসে আছি। বসন্তকাল এসেছে। কোকিল ডাকছে। ফাল্গুনের বাতাস বইছে। ফাল্গুনের বাতাসে শরীরে অন্যরকম অনুভূতি কাজ করছে। কি যে ভালো লাগছে!
একটু দূরে পলাশ ফুল ফুটে আছে। বসন্তকাল আসবে অথচ পলাশ ফুটবে না তা কী হয়? আমরা হাত ধরেই আছি। হাঁটছি এবার। হেঁটে হেঁটে যাচ্ছি পলাশ ফুল গাছের দিকে। যেতে যেতে ঝরাপাতা দেখছি। আরো মুগ্ধ হচ্ছি। হঠাৎ একটি ঝরাপাতা এসে এসে পড়ল পড়ল ছোঁয়ার চুলে। আমি আস্তে করে ঝরাপাতা সরিয়ে দিলাম।
ছোঁয়া হেসে বলল, থাকুক না ঝরাপাতাটা। ভালোই লাগছে। আমিও হেসে বললাম, ঝরাপাতার প্রেমে পড়ে গেলি নাকি! আরেকটি ঝরাপাতা এসে পড়ল ছোঁয়ার চুলে। এবার আর সরাতে গেলাম না। ছোঁয়া আমার হাতে চিমটি কাটে। আমি মোটেও রাগ করি না।