Category:নারী জীবনী
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
ফ্রান্সের ইতিহাসে ‘জোয়ান অব আর্ক’ এক বিস্ময়কর নাম। এক কিশোরী, যে নিজের অজান্তেই হয়ে উঠেছিল একটি জাতির আশা ও প্রতিরোধের প্রতীক। আসাদ চৌধুরীর লেখা “জোয়ান অব আর্ক” গ্রন্থটি আমাদের সামনে তুলে ধরে সেই রূপকথার মতো বাস্তব জীবনের গল্প, যেখানে সাহস, দেশপ্রেম আর আত্মত্যাগ একাকার হয়ে গেছে।
এই বইয়ে আমরা দেখি, জোয়ান অব আর্ক বাস্তবের মুখোমুখি হয়ে কীভাবে নিজেকে প্রস্তুত করে তুলেছিলেন। দখলদার বাহিনির কবলে পড়া দেশে একটি মেয়ের ঘোড়ায় চড়ে যুদ্ধে যাওয়া ছিল অকল্পনীয়। তাই যুদ্ধক্ষেত্রে নামতে হলে তাকে পুরুষের পোশাক পরতেই হয়। ভোকুলের সাধারণ মানুষ নিজেরাই এগিয়ে এসে তাকে অন্তর্বাস, ভারি বুট জুতা, কুঠার ও সুন্দর একটি ঘোড়া উপহার দেয়। গভর্নর রোবেয়ার দু বোড্রিকুর দেন একটি তলোয়ার। নিজের দীর্ঘ কেশ নিজ হাতে কেটে ফেলে জোয়ান সম্পূর্ণ করে নেন যুদ্ধের সাজ- যেন এক মুহূর্তেই রূপান্তর ঘটে যায় এক গ্রাম্য কিশোরী থেকে সংগ্রামী সৈনিকে।
আসাদ চৌধুরী অত্যন্ত সংবেদনশীল ভাষায় দেখিয়েছেন, জোয়ান ঘোড়ায় চড়তে জানতেন না, যুদ্ধের নিয়ম-কানুনও তার অজানা ছিল। তবুও তার উপস্থিতিই সৈন্যদের সাহস জুগিয়েছিল। দুর্জয় সাহস, গভীর দেশপ্রেম ও নির্ভীক চিত্তের অধিকারী জোয়ান অব আর্ক যুদ্ধক্ষেত্রেও হয়ে উঠেছিলেন করুণার প্রতিমূর্তি। শত্রুর প্রতিও মানবিক আচরণ ছিল তার চরিত্রের এক অনন্য দিক।
এই গ্রন্থে জোয়ানের মৃত্যুর পরবর্তী প্রভাবও গভীরভাবে তুলে ধরা হয়েছে। তার আত্মবলিদান ফরাসি জাতির মনে নতুন চেতনা ও উদ্দীপনার সঞ্চার করে। সেই চেতনাই ফ্রান্স থেকে ইংরেজদের অবরোধের চিহ্ন মুছে ফেলতে সহায়তা করে।
জোয়ান অব আর্কের জীবন আমাদের শেখায়- বয়স, লিঙ্গ কিংবা অভিজ্ঞতার সীমাবদ্ধতা দেশপ্রেম ও সত্যের পথে বাধা হতে পারে না। আসাদ চৌধুরীর এই জীবনীগ্রন্থ শুধু ইতিহাস নয়, এটি সাহস ও মানবিকতার এক অনুপ্রেরণামূলক দলিল, যা পাঠককে ভাবতে শেখায় নিজের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে।
Report incorrect information