লে, চ', ঝপ্ করে আরেকটা গিলে ফেল্।'
'না, দাদা। আমার আর সইছে না।'
'ওই তো তোদের দোষ। হুইস্কি, হুইস্কি আর হুইস্কি। স্কচ্ হুইস্কি। ভগবানের যেন খেয়ে-দেয়ে অন্য কোনো কর্ম ছিল না। তাঁর কুল্লে রস ঢেলে দিলেন ওই ধেঞ্চেড়ে পাহাড়ে স্কটল্যান্ডের খাজাদের মধ্যিখানে। আরে ব্যাটা ওইটেই যদি দুনিয়ার সবচেয়ে সেরা মাল হত তবে ওই খেয়ে ওদেশের লোকগুলো দুনিয়ার সেরা সেরা কেষ্টবিটু হল না কেন? বাবুরা তো এখনো ইংরেজের গোলাম। ওদিকে দেখ, ফরাসিদের। গুনিনদের জাত। খায় দুনিয়ার সবচেয়ে সেরা মাল- বর্দো, বর্গন্ডি, শ্যাম্পেন। নাচে, গানে, প্রেমে-'
কীর্তি বাধা দিয়ে বলল, 'বাঁচালে, সুদিনদা, তুমি তো জানো, আমি হপ্তা দু'তিন ধরে-'
'একটি জান্-খুশ, দিল-তর্ পরীতে মজেছিস। তা বেশ, তা বেশ, তা বেশ। অতি উত্তম প্রস্তাব। তবে কিনা আস্ত একটা আসপ্ত ভলকানো। তা বেশ তা বেশ!'