"জীবনের গল্প ৩"বইটির ভুমিকা:
এই বইয়ের প্রচ্ছদটি আমার এগারাে বছরের রেডিও ক্যারিয়ারের অন্যতম অর্জন বলতে পারেন। কত কথাই তাে বলেছি রেডিও-তে, কিছু কথা মানুষের মুখে মুখে ফিরেছে। সেই কথাগুলাে নিয়ে যে এই বইটির প্রচ্ছদ করলাম তার একটি বিশেষ অর্থ আছে। আগামী বইটা হবে আমার রেডিও ক্যারিয়ারের ১২ বছরের উপর লেখা আমার জীবন গল্প নিয়ে। শুধু একটা লাইন বেছে নিব প্রচ্ছদ থেকে বইয়ের নামের জন্য। পাঠক ভােটে যে লাইনটা বেশি ভােট পাবে সেটাই হবে আমার জীবন গল্পের বইয়ের নাম।
এবারের জীবনের গল্প বইটি বেশ কয়েকটি সেরা গল্প নিয়ে সাজানাে। তাদের কেউ কেউ সমাজে বিশেষ ভাবে প্রতিষ্ঠিত। এবারের গল্প একেবারেই ভিন্ন। এবিসি রেডিও’র হ্যালাে ৮৯২০ অনুষ্ঠানের প্রতিটি পর্বের স্বাদ যেমন আলাদা, তেমনি নতুন বইটিও আগের দুইটি বই থেকে ভিন্ন স্বাদ নিয়ে আপনাদের হাতে তুলে দিলাম।