Category:সমাজসেবক ও সংস্কারক
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
"বিদ্যাসাগর" বইটির ভূমিকা থেকে নেয়াঃ
বিদ্যাসাগর’ একটি উপাধি এবং বেশ কিছুসংখ্যক পণ্ডিতকে এ উপাধি প্রদান করা হলেও বিদ্যাসাগর বলতে একজনকেই বুঝায়, তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র। শুধু বিদ্যাশিক্ষা, দয়া ও চারিত্রিক দৃঢ়তা নয়- মনীষার ইতিহাসে এ যথার্থ মানুষটি হিন্দুত্ব, বর্ণবাদ ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সকল প্রকার অন্যায়, অবিচার ও অমানবিকতার বিরুদ্ধে আপসহীন যে একক সংগ্রাম করে গেছেন তার তুলনা বিরল। তার। কর্মদক্ষতা, তেজস্বিতা, মানসিক বল, দৃঢ়প্রতিজ্ঞা, সহৃদয়তা, বদান্যতা, উপচিকীর্ষা ও অজেয় পৌরুষকে নিয়ে যে অক্ষয় মনুষ্যত্ব ও দৃঢ়নিষ্ঠ একাগ্র একক জীবন, তা যেকোনাে মানুষকে বিমােহিত করে দেবার মতাে। অথচ এই যথার্থ মানুষটি আমাদের নিকট থেকে হারিয়ে যেতে বসেছেন।
এ-কথাটি বললে বােধ হয় অত্যুক্তি হবে না যে, এদেশ বিভিন্ন পর্যায়ে বহু বহুমুখী প্রতিভার জন্ম দিলেও আর একজন বিদ্যাসাগর জন্ম দিতে পারেনি; পারেনি বলেই বিদ্যাসাগরকে বাংলাভাষাভাষী সমাজ থেকে হারিয়ে যেতে দেয়া উচিত নয়।
আর তাই জুলাই '৯১-এ তাঁর শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদ্যাসাগরের জীবন, কর্ম ও ব্যক্তিত্বকে আমাদের বর্তমান ও পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই এ-বই। এ-উদ্দেশ্যের সার্থকতাই এ-গ্রন্থের সার্থকতা।
Report incorrect information