১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
গল্প জীবনের একটা অংশ। আবার পুরো জীবনটাও একটা গল্প। গল্পও একটা জীবন। সবার জীবনেই গল্প আছে। কেউ তার গল্প বলেন। কেউ লেখেন। কেউ অন্যের গল্প শোনেন কিংবা পড়েন। তার মধ্য থেকেই নিজের জীবনের গল্পটা খুঁজে নেন। কিংবা নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেন। হারিয়ে যান জীবনের অতীতে। যে জীবনটি এখন গল্প হয়ে গেছে। কিংবা ভবিষ্যতের একটা ছবি আঁকেন গল্পের মাঝে। সে গল্প হতে পারে হাজারো রকমের। আমাদের ফেলে আসা ইতিহাস; আমাদের ঐতিহ্য, আমাদের বেঁচে থাকার এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। যে ইতিহাসের ঐতিহ্যের জ্যোৎসনায় পথ পায় পথহারা হাজারো লাখো মুসলমান। যে ইতিহাস আমাদের কাছে আবু বকর, ওমর, উসমান, আলী, খালিদ, তারিক, উমর ইবনে আব্দুল আজিজ ও সালাউদ্দিন আইয়ূবীর মতো করে জীবনকে গঠনের জন্য তৈরী হতে উদ্যম জোগায়। সেই ইতিহাস আমাদের গৌরবের, আমাদের সোনালী ইতিহাস। এক জিবন্ত ইতিহাস। সদা অম্লান।
হৃদয় গলে- (১-৫০) সেই ইতিহাস কে আঁকড়ে ধরে রচিত হয়েছে । এখানে আমাদের ইতিহাসের এক একটি অধ্যায়কে আমাদের সামনে গল্প কাহিনী রুপে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। সেই গল্প কখনো উদারতার, কখনো তাকওয়ার, কখনো ঈমানী বলিষ্ঠতার, কখনো আবার সাহসীকতার এক অনন্য নজীর হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। যেই গল্পে কখনো আমাদের চোখ থেকে অশ্রু ঝরে, কখনো আমাদের হৃদয়কে বিগলিত করে তোলে, আবার কখনো আশায় উদ্দীপ্ত করে সামনের পথ চলাকে করে তোলে আরো বেগবান।
এই বই আপনাকে আমাদের ফেলে আসা সোনালী ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দিতে বর্তমান বাস্তবতার সাথে আমাদের অমিলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আপনিও সংগ্রহে রাখতে পারেন এমন অসাধারণ গল্প কাহিনীতে ভরা হৃদয় গলে সিরিজ এর প্রতিটি বই। নিজের হৃদয়কে প্রশান্ত করে অতিত ইতিহাসের চরিত্রে নিজেকে গঠনের চেষ্টা হিসেবে আপনিও তুলে নিতে পারেন এর প্রতিটি বই। হতে পারে এর যেকোন একটি গল্প আপনার জীবনের মোড় পরিবর্তন করে দেবে; গল্প, চরিত্রে এবং আদর্শ
আল্লাহভীরু আলেম, জনপ্রিয় সিরিজ লেখক, দায়ী ও মাদরাসা পরিচালক। জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৭৩, বিবাড়িয়া সদরের ভাদুঘর গ্রামে। জেনারেল শিক্ষায় মাস্টার্স ডিগ্রির পাশাপাশি কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। ক্লাস সেভেনে অধ্যয়নকালে তিনি দ্বীনি কাজের সাথে সম্পৃক্ত হোন। তখন থেকে আলেমদের বিশেষ ফজিলত ও উচ্চ মর্যাদার কথা শুনে আলেম হওয়ার প্রতি তীব্র আকাঙ্কা পোষণ করেন।ফলে এইচ এসসি পরীক্ষার পর তিনি ঢাকার মাদরাসা দারুর রাশাদে ভর্তি হোন। সেখান থেকে ১৯৯৫ সালে দাওারায়ে হাদীস সম্পন্ন করেন। ১৯৯৬ সালে কয়েকমাস হাটহাজারী মাদরাসায় বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করেন। সে বছরেই তিনি মাদরাসা দারুর রাশাদ-এর শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হোন। পরবর্তীতে তিনি নরসিংদীর দারুল উলুম দত্তপাড়া, আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা ও নূরিয়া ইসলামিয়া মাদরাসায় শিক্ষকতা করেন। বর্তমানে তিনি নরসিংদীর তালীমুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। আত্নশুদ্ধির মেহনতের জন্য তিনি জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ড-এর প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি শফিকুল ইসলাম দামাত বারাকাতুহুম এর নিকট ২০০৩ সালে সবক নেন। এবং ২০১৭ সালে এযাযতপ্রাপ্ত খলীফা হোন। মুহাম্মাদ মুফিজুল ইসলামের সবচেয়ে বড় পরিচয় তিনি ‘হৃদয় গলে সিরিজ’ এর লেখক। বাংলাবাসার ইতিহাসে এমন জনপ্রিয় দীর্ঘ গল্পসিরিজ পূর্বে প্রকাশিত হয়েছে বলে আমার জানা নেই। ইতিমধ্যে এই সিরিজের ৮৫ টি বই বের হয়েছে। অক্টোবর ২০০২ ‘যে গল্পে হৃদয় গলে’ এর মাধ্যমে এই সিরিজের শুভ সুচনা হয়। সিরিজের এই ধারা চলমান। লেখকের ইচ্ছা একশ নাম্বারে তিনি সমাপ্ত টানবেন। তার প্রথম প্রকাশিত বই ‘উস্তাদ শাগরেদের হক ও তরবীয়তের তরীকা’ (আল কাউসার প্রকাশনি ১১৯৭), তাছাড়া তার রচিত ও অনূদিত বেশ কিছু বই প্রকাশিত হযেছে।