Category:অনুবাদ গল্প
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
ভূমিকা
বৃষণ চন্দর । একটি বিশেষ নাম। স্বনাম ও সুনামধন্য বিশিষ্ট সাহিত্যিক । তিনি জীবনকে নানাভাবে দেখেন, বিশ্লেষণ করে, চিত্রায়ন করে দুর্লভ আনন্দলোক নির্মাণ করেছেন। সৎ বলিষ্ঠ চিন্তাধারার প্রকাশে পারদর্শী বিশিষ্ট সাহিত্যশিল্পী বৃষণ চন্দর ১৯৭৭ সালে পরলোকগমন করেন। তাঁর রচিত গ্রন্থের সংখ্যা শতাধিক। ইংরেজী, হিন্দি, উর্দু ভাষায় লিখেছেন তিনি।
উচ্চশিক্ষিত, বহু ভাষাবিদ কৃষণ চন্দরের নানা জাতীয় গ্রন্থ-বিশেষ করে কাহিনী তথা আখ্যান পুস্তক দেশে বিদেশে প্রচুর সমাদর পেয়েছে। তাঁর ভাষা সহজ, সাবলীল। বক্তব্য বলিষ্ঠ ও হৃদয়-সংবেদী, বাস্তবঘনিষ্ঠ। পাঠকচিত্ত মনোরঞ্জনের সচেষ্ট প্রয়াস তাঁর রচনাশৈলীতে নেই। পরিবেশণ কুশলতা, বিশেষ করে বাস্তব জীবন ও জগতের চিত্র বর্ণনায় তিনি স্বচ্ছন্দ্, অনায়াস-গতি।
বাংলা ভাষায় তাঁর বেশকিছু বই অনূদিত হয়েছে, সমাদৃত হয়েছ। তার প্রমাণ-তাঁর সব গ্রন্থেরেই বহু সংস্করণকৃত প্রকাশন। এ গ্রন্থের মূল ভাষা উর্দু। ‘মুক্তধারা’ একটি বিখ্যাত ,স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান। ‘মুক্তধারা’র স্রষ্টা শ্রীযুক্ত চিত্তরঞ্জন সাহার আকস্মিক প্রয়াণে আমরা মর্মাহত, শোকাভিভূত। তাঁর সহধর্মিণী ও সহকর্মিণী শ্রীমতী বিজলী প্রভা সাহা, ঘনিষ্ঠ আত্নীয়স্বজন, অনুরক্ত সহকর্মীদের আন্তরিক পরিশ্রমে মুক্তধারার গতি অব্যাহত রইবে, এ বিশ্বাস আমাদের আছে। আমরা এই কল্যণধর্মী প্রকাশনা সংস্থার অগ্রগতি ও সার্বিক সাফল্য কামনা করি। এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সকলের সম্মিলিত প্রয়াসে মুক্তধারা গতিমান থাকবে, এ বিশ্বাস আছে। আত্নীয়তুল্য সকল কর্মী ও শুভানুধ্যায়ীকে আন্তরিকব প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।
‘উর্দু’ থেকে ভাষান্তরিত ‘উল্টো গাছের গল্প’ এর ৪র্থ সংস্করণ প্রকাশের সময় সংশ্লিষ্ট সকলকে আবার শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।
আনোয়ারা বেগম
আজিমপুর, ঢাকা।
Report incorrect information