“গল্পসমগ্র" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
“বাস্তবতা আর ফ্যান্টাসি অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে রয়েছে মার্কেজের গল্পউপন্যাসে। জঙ্গলে এসে উঠা স্পেনদেশীয় এক জাহাজ, গেরিলা অভ্যুত্থান, কলা কম্পানীর গণহত্যা, বাষ্পীয় ইঞ্জিনের অবির্ভাবের চাইতে বাস্তব এখানে উড়কু গালিচা, হলুদ ফুলের মেঘ, নারীর গর্ভে ইগুয়ানা। অভিজ্ঞতার বিচারে তাঁর লেখাগুলাে প্রকান্ডভাবে বিচিত্র রকমের। বােধাতীতভাবে এটি সজীব।”