"হুকূকুল ইসলাম : ইসলামের হকসমূহ" বইটির ভূমিকা থেকে নেয়াঃ
হামদ ও সালাতের পর স্পষ্টভাবে জানা উচিত যে, কুরআন-হাদীস ও যুক্তিপ্রমাণের নিরীখে একথা প্রমাণিত যে, আমাদের নিকট থেকে কিছু হক ও অধিকার দাবী করা হয়েছে। তার মধ্যে কিছু হক আল্লাহ তাআলার, আর কিছু হক বান্দার। বান্দার হকসমূহের মধ্যে কিছু আছে দ্বীন সংক্রান্ত, আর কিছু আছে দুনিয়া সংক্রান্ত। দুনিয়া সংক্রান্ত হকসমূহের মধ্যে কিছু আছে আত্মীয়-স্বজনের, আর কিছু আছে অনাত্মীয়ের, কিছু আছে বিশেষ লােকদের, আর কিছু আছে সাধারণ মুসলমানের। কিছু নিজের থেকে বড়দের, কিছু ছোটদের আর কিছু সমকক্ষদের। এভাবে আরাে বহু প্রকারের হক ও অধিকার রয়েছে।
অজ্ঞতার কারণে বেশীর ভাগ মানুষের কতিপয় হক সম্পর্কে অবগতিও নেই, আর কিছু লােকের আমল খারাপ হওয়ার কারণে এগুলাে আদায় করার প্রতি কোন গুরুত্ব নেই।
তাই এ বিষয়ে ছােট একটি পুস্তিকা সংকলমের মনে বাসনা জাগলাে এবং এতে মানুষের উপকার হবে বলে আশা হলাে। এ বিষয়ে কাজী সানাউল্লাহ সাহেব (রহঃ)-এর পুস্তিকা ‘হাকীকাতুল ইসলাম’—যার উদ্ধৃতি অধম ‘ফুরুউল ঈমান’-এ দিয়েছি—পূর্ণাঙ্গ ও যথেষ্ট ছিলাে, তাই ঐ পুস্তিকারই সারসংক্ষেপ তুলে ধরা যথেষ্ট মনে করা হয়েছে। তবে প্রয়ােজনীয় কোন কোন ক্ষেত্রে কিছু কিছু বিষয় বাড়ানাে হয়েছে। এখন আল্লাহর নামে আরম্ভ করছি। এ পুস্তিকার নামকরণ করছি ‘হুকুকুল ইসলাম'। এতে কয়েকটি অনুচ্ছেদ রয়েছে এবং প্রত্যেক অনুচ্ছেদে একটি একটি হকের বর্ণনা রয়েছে।