Category:সমাজ, সভ্যতা ও সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
"লোকসংস্কৃতির বিশ্বকোষ" বইয়ের পিছনের কভারের লেখা:
লােকসংস্কৃতি বিশ্বকোষ' গ্রন্থটি। ( অকাদেমি অব ফোকলাের’ সংগ্রহ, সম্পাদনা ও সংকলন করেছিল। সেই পরিকাঠামাে বজায় রেখে বেশ কিছু বিষয় আমরা সংযোজন করেছি। বিস্তৃত সংযােজন করা গেলনা নানা কারণে। গত সংখ্যার বিষয়বস্তু অবিচল রয়েছে। কিছু নতুন বিষয় সংযােজন করা হয়েছে। পরবর্তী সুযােগে আরাে বড় সংযােজন করার ইচ্ছে রয়েছে। লেখকমণ্ডলী নতুন নতুন বিষয়বস্তু সংগ্রহ করে আমাদের জানাবেন। সম্পাদকদ্বয় কৃতজ্ঞতার সঙ্গে সংযােজন করবেন। এই গ্রন্থের সমস্ত লেখককে আন্তরিক ধন্যবাদ জানাই।
Report incorrect information