Category:সমকালীন উপন্যাস
"শ্বেতপদ্ম" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
একাত্তরের অগ্নিঝরা দিনরাত্রির পটভূমিতে এদেশের কয়েকজন মানুষের যাপিত জীবনের গল্প। তাদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, প্রেম-ভালােবাসার কথা।
আজীম ভালােবেসেছিল জোছনাকে, কিন্তু জোছনা সেই ভালােবাসার মর্যাদা রাখে নি। তবু আজীমের হৃদয়ে এখনাে জ্বলজ্বল করছে সেই নারী।... আবীরের মনের মানুষ ছিল ঝুমুর। সেও ভুল বুঝে আজ অন্যের ঘরনি। ...অর্পিতা, নাফিস-আবীর এই দুজনের চোখে যে নাকি জলে ভেজা পদ্ম ফুলের মতােই সুন্দর। অপরূপা। পঁচিশে মার্চের কালাে রাত্রিতে তাদের একজনকে হারায় অর্পিতা, অন্যজনকে মুক্তিযুদ্ধের সময় কাছে পায়।
এছাড়া ব্যতিক্রমী দম্পতি জামাল-নির্মলা, সাহসী তরুণী নাবিলাহ, চঞ্চল সালমাসহ আরও কয়েকজনের কথাও মূর্ত হয়ে উঠেছে এ উপন্যাসে। বলাই বাহুল্য, এ জাতির সবচেয়ে গৌরবময় অধ্যায়, মুক্তিযুদ্ধ, সেটির স্বরূপও কিছুটা উন্মােচিত হয়েছে এখানে। বর্ণনার সারল্য আর কাহিনির চমৎকারিত—দুয়ে মিলে এই উপন্যাস পাঠককে নিয়ে যাবে বাস্তব ও কল্পনার মিশেলে নির্মিত এক ঘােরলাগা ভুবনে।
Report incorrect information