বাবাকে অনেকদিন মেয়েটি জিগ্যেস করেছে, বাবা তুমি এত জিনিশ থাকতে শুধু ডলফিন বিক্রি করো কেন?
বাবা জবাব না দিয়ে রহস্যময় হাসি হেসেছেন। বাবার সবকিছুতে রহস্য। অন্তত মেয়েটির তাই মনে হয়।
কিন্তু সমুদ্রপাড়ের যারা তার বাবার দোকানে যায় তারা কেউ তেমন মনে করে না। সমুদ্রপাড়ের সবচেয়ে পুরনো দোকান মেয়েটির বাবার। বাবার নাম আব্বাস আলী তালুকদার। কিন্তু এখন সবাই ডাকে আবু মিয়া বলে। সমুদ্র পাড়ে যে জায়গাটায় আবু মিয়ার দোকান সেখানে বারো বছর আগে একটি দোকানও ছিলো না। আবু মিয়া যখন এখানে দোকান করে তখন সবাই ভেবেছিলো, পাগল একটা লোক কোথেকে জুটেছে! মনে চাইছে সমুদ্রপাড়ে একটা দোকান তৈরি করেছে। ঐ দোকানে একজন খদ্দেরও যাবে না। সমুদ্র পাড়ে যে জায়গাটায় মানুষজন যায় সেখানকার দোকানগুলোই ভালো মতো চলে না।