বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
একদিন নদীগর্ভে তাদের যে জমিটুকু, যে বসতভিটাটুকু বিলীন হয়ে গিয়েছিল, আজ ঠিক সেখানটায়, সে নদীর বুকটা মাছের পিঠের মত ভরে উঠতে দেখে তাদের মনে আশার সঞ্চার হয়েছে, বিশ্বাস জন্মেছে, এ জনি তাদেরই জমি, তাদের বাপ দাদার কষ্টের জমি। আর এ বিশ্বাস থেকেই তারা তাদের ন্যায্য স্বত্ব বুঝে নিতে তৎপর হয়েছে, তাকে রক্ষা করতে জীবন পর্যন্ত বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করেনি। এমনি সাধারণ মানুষের বঞ্চনার কাহিনি নিয়ে লেখা এ উপন্যাসটি।