"ঘাসফুল" বইয়ের ফ্ল্যাপের লেখা:
কবি আশরাফুল আলম একজন প্রবাসী হলেও তার প্রাণ পড়ে রয়েছে বাংলার কোমল সবুজে। তার প্রাণের উচ্ছ্বাস ফুটে উঠেছে তার কবিতায়। এ কবিতায় আছে বিম্র আশ্বাসের কথা যেখানে বিহঙ্গ বাধাহীনভাবে উড়ে বেড়ায়, কোনাে নিষেধাজ্ঞা মানে না। আছে মাটির ঘ্রাণ, সবুজ গাছগাছালির সতেজতা, আছে পাখিদের কল্লোল। কবি কখনাে বিদ্রোহী হয়ে উঠেছেন দেশপ্রেমে, কখনাে আপ্লুত হয়েছেন ষড়ঋতুর মােহমায়ায়, কখনাে ডানা মেলে উড়েছেন স্বপ্নীল আকাশ-নীলে। তার কবিতা পাঠককে নিয়ে যাবে অন্য এক মায়ার জগতে কখনাে পাঠক খুঁজে পাবেন তার শৈশব-কৈশােরের রঙিন দিনগুলাে, কখনাে বিষন্ন হবেন যৌবনের স্মৃতিচারণে, কখনাে আবেগী হবেন জীবনের বাস্তবতায়। তাই, ঘাসফুল কাব্যের সঙ্গী হয়ে পৃথিবীকে দেখুন কবির চোখে ।