বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Product Specification & Summary
আবুলের বাবা এসেছে। তোমার সাথে দেখা করতে চায়।
এ আশংকাই করছিল ফয়সাল!
ঈদের ছুটিতে যতবারই গ্রামের বাড়ি এসেছে ফয়সাল। আবুলের বাবা আসবেই। কি ভাবে যেন খোঁজ পেয়ে যান।
তাই, মা যখন আবুলের বাবার আগমন খবর দিলেন, তখন যেন ফয়সাল তৈরিই ছিল তার আগমনের জন্য।
এ যেন তার আত্মার টান। এযেন আবুলের বাবার ঐশী অনুভব।
ফয়সাল বাড়ি এলেই আবুলের বাবা আসবেনই।
এমন কোন বার যায়নি- যে বার ফয়সাল বাড়ি এসেছে অথচ আবুলের বাবা আসেনি।
একবার ঘটেছিল। সেবার কোরবানী ঈদের তিন দিন পরেও আবুলের বাবা দেখা করতে এলো না। ফয়সালের সন্দেহ হলো। ওর কোন অসুখ হয়নি তো! জিজ্ঞাসা করে মাকে।