বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
রোড এক্সিডেন্টে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির মাধ্যমে ডাক্তার সায়লা চৌধুরীর সাথে পরিচয় হয় সাকিলের। দুই সন্তানের জননী, সদ্য ডিভোর্সি সায়লার সাথে ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেম ও পড়াশোনার ফাঁকে সাকিল আত্মমানবতার সেবায় স্বীয় উদ্যোগে গঠন করে 'শেখাও মানবতা' নামের একটি সেবামূলক সংগঠন। আর এই সংগঠনের সূত্র ধরেই সাকিল জড়িয়ে যায় মিথ্যে খুনের মামলায়। অতঃপর সাকিলের কারাবরণ। প্রেম-বিচ্ছেদের মধ্য দিয়ে এগিয়ে যায় 'মাধবীলতা' উপন্যাসের মূল ঘটনা প্রবাহ।