আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
কোনো কলিংবেল বাজেনি। আমি আম্মুকে বললাম, আম্মু মামা এসেছে, দরজা খোলো, আম্মু বললেন, তোর মামা কি মোবাইল করেছে যে এখন আসবে? না, মোবাইল করেনি তুমি দরজা খুলেই দেখ না...। আম্মু দরজা খুলে দেখল সত্যি সত্যি মামা দরজার সামনে দাঁড়িয়ে আছে। হাতে আমার জন্য আনা আইসক্রিম আর চকলেটের প্যাকেটের ব্যাগ। আইসক্রিমের ব্যাগটা ঠিক মামার হাতে না। অন্য কেউ ধরে আছে, যে মামার পাশে দাঁড়ানো। পাশে দাঁড়ানো লোকটাকে দেখা যাচ্ছে না। শুধু আইসক্রিমের প্যাকেটের ব্যাগটি দেখা যাচ্ছে। মামার সাথে ছাঁয়াসঙ্গী হিসেবে কেউ একজন আছে, এই বিষয়টা আমি খেয়াল করলেও আম্মু খেয়াল করেনি। মামার সাথে ছাঁয়াসঙ্গী হিসেবে কেউ একজন আছে, এটা যাতে আম্মু বুঝতে না পারে সেজন্য আম্মুকে সরিয়ে দেয়ার জন্য আম্মুকে বললাম, 'আম্মু তুমি দরজা থেকে না সরলে মামা ঢুকবে কীভাবে?'
'ও তাইতো' বলে আম্মু ভেতরের দিকে সরে আসলো। আমি আসলেই মামার সাথে ছাঁয়াসঙ্গী আছে কিনা এটা আরো ভালো করে বোঝার জন্য মামাকে বল্লাম, মামা, আইসক্রিমের প্যাকেটটা আমাকে দাও।