আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Product Specification & Summary
প্লেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে উপমা আনন্দে প্রায় প্লে চিৎকার করে উঠলো। পরিষ্কার আকাশের নিচে কী সুন্দর হিমালয়! রোদের মধ্যে রুপার মতো চকচক করছে। বাবার মোবাইলে বেশ কিছু ছবি তুলে নিলো উপমা। মনে হচ্ছে হিমালয় যেন মাথায় মুকুট পরে হাসিমুখে সবাইকে দেখছে। বিভিন্ন চূড়াতে তার বিভিন্ন রূপ। কোথাও হিমালয় ঋষির মতো ধ্যান করছে, আবার কোথাও রাগী মানুষের মতো ফুঁসে উঠছে। মাঝে মাঝে ধোঁয়ার মতো বরফ ধসে পড়ছে। উপমার মুগ্ধতার শেষ নেই। একবার বাবার কাছে বসছে আবার মায়ের কাছে বসছে। ওর যেন হিমালয় দেখা শেষই হচ্ছে না।
ভুটান সরকারের আমন্ত্রণে বাবা-মার সাথে উপমা বেড়াতে যাচ্ছে। এটাই তার ভুটান ভ্রমণ। তারা ডুক এয়ার চড়ে যাচ্ছে। এয়ার হোস্টেস সবাইকে খাবার পরিবেশন করছেন। তিনি উপমাকে অনেক চকলেট ও ফ্রুটজুস দিলেন। উপমা তো আনন্দে আত্মহারা।