5 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 200TK. 179 You Save TK. 21 (11%)
Related Products
Product Specification & Summary
এইভাবে নগরকে এত দ্রুত ফুরিয়ে যেতে আর মফস্বল শুরু হতে আগে কখনো দেখেনি নাজ। এতই দ্রুত বাসের চাকার সাথে নগর পিছিয়ে পড়ছিল যে ঠিকমতো রোমাঞ্চ অনুভব করার অবসরটুকুও পাওয়া হচ্ছিল না তার। এদিকে পাশের সিটে বসে প্রায় পুরো সময় গজগজ করেছে সেজো ভাই। ঘুরে-ফিরে একই কথা বারবার বলেছে। তা হলো, শুধু শুধু জেদ করছে নাজ। চাকরি তো করবেই না। নেমেই হয়তো ফিরতি বাস ধরতে চাইবে। লাভের মধ্যে ভোগান্তিই সার।
নাজ কয়েকবার অবশ্য শান্ত গলায় বলতে চেয়েছে যে, সেজো ভাই না এলেও পারত। কিন্তু ঠিক যে কারণটা বাড়িতে উচ্চারিত হয়েছে, সেই একই কারণ এক্ষেত্রে উল্লেখ করেছে সেজো ভাই। ভাই হিসাবে, অভিভাবক হিসাবে তাদের দায়িত্ব তো আর তারা পালন না করে পারে না! যে বোন তাদের সবার ছোট, সবার মোটামুটি আদরের, যে বোন কখনো ঢাকার বাইরে দূরের কথা ঢাকার মধ্যেও একমাত্র ক্লাস করতে ছাড়া একা কোথাও যায়নি, সেই নাজকে তারা কীভাবে একা যেতে দেবে ঢাকা থেকে তিনশ কিলোমিটার দূরে উত্তরবঙ্গের এক অখ্যাত গ্রামে।