সেই ১৯৫৮ সালের আইনে জমিদারি রাখা বেআইনি হয়ে গেছে কিন্তু নবাবগঞ্জ থেকে তখনো নিঃশেষ হয়নি। নিঃশেষ হয়নি জমিদারের দাপট। সদানন্দ হলো নবাবগঞ্জের জমিদারদের একমাত্র নাতি। ছোটবেলা থেকে সে চোখের সামনে কত অন্যায় অত্যাচার দেখে এসেছে, তার চোখের সামনে কপিল পাইরাপোড়া দুআনা পয়সার জন্য মৃত্যুবরণ করলো, কালীগঞ্জের বউ কে মরতে হলো আর কত মানুষের জমি খাস হলো, এই নিয়ে কারো কোন মাথাব্যথা ছিল না, কিন্তু সদানেন্দর ছিলো! সে কখনোই অন্যায় আর অত্যাচার মেনে নিতে পারেনি, আর কি করে পারবে! সে হলো Positive good man. সে পারতো আর সকলের মতো বাপ দাদার জমিদারি ভোগ করতে কিন্তু কেন সে বিবাহের দিন বাড়ি ছেড়ে পালিয়ে গেলো? আর কেনই বা নিজেকে দুর্ভোগে ফেলে দিলো? কেননা সে অক্ষম, সে সকলের মতো অন্যায় কে মেনে নিতে পারে না, সে চোখ বন্ধ করে সবকিছু মেনে নিতে পারেনা!