Category:ইসলামি উপন্যাস
"অনিঃশেষ আলো-১" বইটির ভুমিকা থেকে নেয়াঃ
ইসলামের মশাল হাতে আরব থেকে বেরিয়ে পড়েছিলেন স্বর্ণযুগের মুসলমানরা। কুফরের আঁধার চিরে ছড়িয়ে পড়েছিলেন পৃথিবীর বাঁকে-বাঁকে। রােমের কায়সার, ইরানের কেসরা! সেকালের দুই পরাশক্তি। তাদের পানে চোখ তুলে তাকায় এমন সাধ্য নেই কোনাে রাজা-বাদশার। আরবের বদ্দু'রা তাে গণনার বাইরে। কিন্তু 'আরবের বদ্দু' মুষ্টিমেয় এই মুসলমানরা মাটির সঙ্গে মিশিয়ে দিলেন কেসরার দম্ভ। জয় করে নিলেন ইরানের মাটি ও মানুষের মন। মুসলমানদের হাতে পরাজিত হলাে রােমের দাম্ভিক রাজা হেরা। জয় হলাে ফিলিস্তিন ও শাম। ইতিহাস বিস্ময়ে হতবাক! আট-দশ হাজার মুজাহিদ। একের পর এক দুর্গ-নগরী জয় করে চলল। পরাজিত হলাে মহাপ্রতাপশালী সম্রাট হেরাক্লিয়াসের লক্ষাধিক সৈন্যের সুবিশাল বাহিনী। পরবর্তী যুদ্ধে তারা নিজেদের প্রমাণ করেন আরও সাহসী, শক্তিশালী, দুর্দান্তরূপে। জয় হলাে সমগ্র মিশর। ইসলামের আলাে ছড়িয়ে পড়লাে পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে। আলাে আর আলাে, যেন শেষ নেই এই আলাের। কী করে সম্ভব হলাে তা? ইতিহাসে কী উত্তর লেখা আছে এ প্রশ্নের? উপন্যাসের আদলে সেই ইতিহাসেরই সবিস্তার বিবরণ 'অনিঃশেষ আলাে'।
Report incorrect information