– কেমন আছো তুমি?
-মন ভালো নেই!
-কেন? কী হয়েছে?
-জানি না। কিচ্ছু ভালো লাগছে না আজ। কিচ্ছু না।
-ইস! কী হলো তার! কী করলে তার মন ভালো হবে?
-জানি না! তুমি কিছুক্ষণ আমার সাথে কথা বলো! তাহলেই হবে।
-আমি কথা বললেই মন ভালো হবে?
-হুম।
-অদ্ভুত কথা তো!
-মোটেও অদ্ভুত না। মন খারাপ হলেই আমার তোমার কথা মনে পড়ে!
-আর মন যখন ভালো থাকে তখন মনে পড়ে না?
-নাহ!
-না?
-উহু! পড়ে না তো!
-তো কার কথা মনে পড়ে শুনি?
-সে শুনে কী হবে?