আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
হঠাৎ দমকা বাতাসের সাথে হুলুস্থুল বৃষ্টি এসে চৈত্রের গরম তৃষিত বিকেলটাকে দস্যু প্রেমিকের মতো কোমল আদরে ভিজিয়ে দিয়ে গেল। ভারী পর্দায় ঢাকা শীতাতপ নিয়ন্ত্রিত কাঁচের ঘরে বসে প্রকৃতির এসব আকস্মিক অভিসার-টভিসার দেখার সময়-সুযোগ কোনোটাই মেলে না আনিকার। আজ একটু সকাল সকাল বাসায় ফেরার জন্য নিউজ এডিটর কবির ভাইকে বলে আটতলা থেকে নিচে নেমে অফিসের বারান্দায় আটকে পড়ে আরো অনেকের সাথে বৃষ্টি, বাতাস আর শেষ বিকেলের মধ্যকার প্রেমপূর্ণ মাতামাতি দেখছিল সে। ট্রান্সপোর্ট সুপারভাইজার একটু আগে বলে দিয়েছে,
'এ মুহূর্তে বাসায় ফেরার গাড়ি দেওয়া যাচ্ছে না, ঘণ্টাখানেক অপেক্ষা করতে হবে।'
আনিকা ভাবছিল আবার অফিসে উঠে যাবে কি না; বৃষ্টি শেষে বাস, সিএনজি, রিকশা কোনো কিছুই তো ঠিকমতো পাওয়া যাবে না, শুধু শুধু জলে-কাদায় নাকাল হওয়া। সে সময়ই হাতে-কাঁধে দুই-তিনটা ব্যাগ নিয়ে লিফট থেকে নামলেন মৃদুলা আপা।