'স্কয়ার হাসপাতালে গেছিস কখনো?' আমি ইনজামকে জিজ্ঞেস করি। 'জি গেছি।'
ইনজাম আমাদের বাসায় এসেছে তিন মাস। ও এখন ঢাকা থেকে পড়াশোনা করবে। নটর ডেম কলেজে ভর্তি হয়েছে। আগামী সোমবার থেকে ক্লাস শুরু।
আমরা একটা অ্যাকোরিয়াম রাখব বাসায়। আমি একদিন স্কয়ার হাসপাতালে একটা বিশাল অ্যাকোরিয়াম দেখি। আমার পছন্দ হয় সেটা। সে ধরনেরই একটা অ্যাকোরিয়াম আমার চাই।
আমি আবার ইনজামকে জিজ্ঞেস করি, 'অ্যাকোরিয়ামটা দেখেছিস?' 'না মামা, দেখিনি। তবে মেডিনোভারটা দেখেছি। মেডিনোভা ডায়াগনোস্টিক সেন্টারে ঢুকতেই দেখা যায়। অনেকগুলো মাছ। কিলবিল করে।'
'অ্যাকোরিয়াম?'
'অ্যাকোরিয়ামের মতোই।'