Category:সমকালীন উপন্যাস
২০০ টাকার বুকমার্ক সেট ফ্রি! বিভূতি-ভিন্টেজ উপন্যাস সমগ্র কিনলেই
চোখ বন্ধ করে আরো কিছুক্ষণ শুয়ে থাকতে ইচ্ছে করছে। ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শব্দ বাজছে মাথার ভেতরে। নেশা ধরা শব্দ। বৃষ্টির শব্দ মন দিয়ে শুনলে নেশা ধরে যায়। শিমুল উঠে বসলো। ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে বৃষ্টির শব্দ। আষাঢ়ের আকাশ আপাতত ছুটি নিচ্ছে। পুনরায় রণকৌশল সাজানোর জন্য। আষাঢ় মাসের আকাশ খুবই রহস্যময়। ঝকঝকে রোদ থেকে মিনিট পাঁচেকের মধ্যে বৃষ্টি নামাতে ওস্তাদ আষাঢ়ের আকাশ।
ঘড়ির দিকে তাকালো শিমুল। আটটা আট। আজ তার প্রথম কলেজে যাওয়ার কথা। ক্লাস শুরু হয়ে গেছে গতকাল থেকেই। ভর্তির সময় পার হয়ে গেছে গত সপ্তাহেই। সেটা কোনো সমস্যা না। তার বাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাই ভর্তি কোনো সমস্যা না। সমস্যা তার নিজের বাবা চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী। বাবার এক কথা গ্রামের কলেজে কোনো লেখাপড়া হয়? তাছাড়া এটা তার প্রেস্টিজ ইস্যু। এমনিতে শিমুল বাবার সামনে বেশি কথা বলে না। কিন্তু মুখের উপর বলে ফেলল, 'বাবা আপনি কিন্তু এই গ্রামের মানুষদের ভোটেই নির্বাচিত।'
Report incorrect information