* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
স্বাধীনতা বিরােধীরা বাঙালির স্বাধীনতাকে বিশ্বাস করে না। তারা ‘জয় বাংলা' স্লোগাণকে তীব্র ঘৃণার সাথে দেখে। এখনও বঙ্গবন্ধুর দেশটাকে নরক বানাতে তারা বদ্ধপরিকর। তারা অনেক সময় গণতন্ত্রীদের কাঁধে রাইফেল রেখে গণতান্ত্রীক রাষ্ট্রব্যবস্থাকে ক্ষত-বিক্ষত করার ষড়যন্ত্র করছে। তেমনি একদিন স্বাধীনতা বিরােধীরা ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের মধ্য দিয়ে রাজপথে ঝাপিয়ে পড়লাে। তারা মিছিল শুরু করে দিলাে আর বঙ্গবন্ধু শেখ মুজিবরের মূর্তির দিকে থুথু ছিটাতে লাগল। কেউ আবার মূর্তির দিকে ইট পাটকেল ছুড়ে মারছে আর পাথর নিক্ষেপ করছে। মিছিল থেকে একজন বঙ্গবন্ধু শেখ মুজিবরের মূর্তির সামনে গিয়ে উপস্থিত হলাে। তারপর সে মূর্তির মুখে কালি লেপে দিলাে আর মল ছুড়ে মারতে লাগলাে। মিছিল হতে আওয়াজ ভেসে এলাে ‘তাের স্বাধীনতা নিপাত যাক, নিপাত যাক।
Report incorrect information