"তপুর চালাকি " বইয়ের সংক্ষিপ্ত কথা:
বিশ-বাইশ মিনিট পর সার্ভিস বয় বড়োসড়ো একটা মুরগির গ্রিল করা রান নিয়ে এলো তপুর সামনে। ডাক্তার আংকেল এসব খাবার খেতে নিষেধ করেছেন, সেটা আপাতত ভুলে গেল সে। ভালো করে রানটার দিকে তাকাল সে। নতুন দোকানের নিয়ম মতো কাস্টমারদের আকর্ষণ করার জন্য লাল টকটকে একটা আপেল বসানো আছে সেই মুরগির রানের ওপর। অদ্ভুতভাবে গেঁথে দেয়া হয়েছে সেখানে আপেলটা।
জিভে জল এসে গেলো তপুর। ছুরি আর কাঁটাচামচ নিয়ে যেই না রানটার ওপর ঝাপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই একটা গলার স্বর শুনে চমকে উঠল সে-দোকানের ভেতর আম্মু ঢুকেছে!
বাইরের জিনিস খাওয়া তপুর মানা। ডাক্তার নিষেধ করেছেন। কিন্তু আম্মু তপুর দিকে তাকিয়েই চোখ দুটো বড় করে ফেললেন। ধরে ফেললেন তপুর চালাকি।। তপু এতো চালাক!