18 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 850TK. 389 You Save TK. 461 (54%)
Related Products
Product Specification & Summary
১। ইতিহাস কি (What is History?)
ইতিহাস বলতে অতীতে সংঘটিত সকল প্রকার ঘটনাকে অন্তর্ভুক্ত করে এবং মানুষ হল ইতিহাসের মূল উপাদান। Frcyclo Paedia of knowledge অনুযায়ী ইতিহাস শব্দটির দু'টি অর্থ আছে- মূলতঃ উহা বিশ্বের অতীতের ঘটনাবলীর একটি রেকর্ড যা গ্রীক হেরোডোটাস কর্তৃক এভাবে ইতিহাসকে দেখা হত। হেরোডোটাস এর অর্থ যা মোতাবেক অতীত ঘটনাবলী বিষয়ে উহা একটি অনুসন্ধান। কিন্তু প্রকৃত অর্থে শব্দটিকে ব্যবহার করা উচিত অতীত ঘটনাবলী সম্পর্কে মানুষের যা লিখিত রেকর্ডের ভিত্তি করা হয় এবং যা বাস্ত বসম্মত সাক্ষ্যের উপর ভিত্তি করে করা হয়ে থাকে এবং এগুলোকে ব্যাখ্যা দেয়া অত্যাবশ্যকীয়। মূলতঃ ইতিহাস হল অতীতের ব্যাখ্যা দেয়া। সংক্ষেপে আমরা বলতে পারি অতীতের সকল ক্ষেত্রে হল ইতিহাস।