মাতৃত্বের অনুভূতি
এই আন্তরিক (হৃদয় উৎসারিত) আবেগ আমার হৃদয়ের প্রতিটি কোণ জুড়ে আছে। এই সহজাত অনুভূতি আমার গভীরে গেড়ে (প্রোথিত) আছে। এই সমবেদনা, - এই করুণা সেই শিশুকে ঘিরে আছে, যার চেহারা এখনো স্পষ্ট নয়। এ সব অনুভূতি আপনার মধ্যে দেখা দেবে। আপনার নতুন আবেগের অনুভূতি হবে এবং আপনার ছোট এই শিশুর জন্যে আপনার হৃদয় ভালোবাসা, উদ্বেগে এবং আনন্দে ভরে উঠবে।