16 verified Rokomari customers added this product in their favourite lists
TK. 200TK. 189 You Save TK. 11 (6%)
In Stock (only 1 copy left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
খবরের অভিন্ন কোনও সংজ্ঞা নেই। খবর কাকে বলে- এ প্রশ্নের উত্তরে সারাবিশ্বে কর্মরত সাংবাদিকরা তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে মতামত ব্যক্ত করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি এক জরিপ হয়েছে। পাঁচ শ' সাংবাদিকের মধ্যে অনেকে বলেছেন, 'খবর হলো এমন কোনও বিষয় যা সাংবাদিকরা লিখতে চান এবং পাঠকরা যার প্রতি আগ্রহ পোষণ করেন।' আবার কেউ-কেউ বলেছেন, 'খবর হচ্ছে এমন কোনও বিবরণ, যা শুনে চোখের ভ্রূ নড়ে ওঠে'।
পাঠক সংবাদপত্র পড়েন প্রথমত তথ্য জানার জন্য। সাংবাদিকদের কাজ হলো সেই তথ্যগুলো সুবিন্যস্তভাবে পরিবেশন করা। ভাল খবর সর্বদাই আকর্ষণীয়। তবে তাকে যদি সুন্দরভাবে উপস্থাপন করা যায় তাহলে স্বভাবতই আকর্ষণ বাড়ে। পাঠক সেই পত্রিকা বেশি কিনে যা পাঠকের চাহিদা মেটায়।
সেজন্য খবর হচ্ছে এক ধরনের পণ্য। কারণ তথ্য আদান-প্রদান এখন আর বিনে পয়সায় হয় না। অন্য দশটি সামগ্রীর মতোই কেনা-বেচা হয়। যে সংবাদপত্র বা সংস্থা সংক্ষিপ্ত অথচ আকর্ষণীয় করে মূল তথ্যটি পরিবেশন করতে পারে, সে পত্রিকারই কাটতি বেশি।