বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া
কী বলব? প্রায় বছর সাতেক আগে দীর্ঘদেহী অতিশয় সুশ্রী এক বাংলাদেশী নবীন যুবক সাদা প্যান্ট-শার্ট ও সাদা জুতা-মোজা পরিহিত অবস্থায় বড়দার সঙ্গে প্রথম বারের মতো আমাদের বাড়িতে আসে। ছবিটা আজও অন্তরে গেঁথে রয়েছে। পূর্বেও বড়দার কত বন্ধু এসেছে। কিন্তু সেদিন দশম শ্রেণীর সদ্য কৈশোর উর্ত্তীণা একটি বালিকার চোখে সে দৃশ্য যে অপরূপ হয়ে ফুটে ওঠে তা বলার নয়। বড়দা পরিচয় করিয়ে দিলে, সেই অপরূপ যুবকটি হাসিমাখা মুখে বলে ওঠে, পঞ্চ নদীর এক নদী দেখছি। খুকি, তুমি দেখতে এত সুন্দর! তোমাকে বাংলাদেশে নিয়ে যাব। যাবে?