Category:গল্প সমগ্র
Get eBook Version
TK. 63নিশান প্রতিবার শারমিনকে তার বাসার গলির সামনে নামিয়ে দিয়ে আসে। যতক্ষণ শারমিন বাসার ভিতরে না ঢুকে যায় ততক্ষণ সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর অজান্তে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে ভিতর থেকে। শারমিনের পড়াশুনা প্রায় শেষের পথে, অথচ সে এখনো বেকার। দিনরাত খুঁজেও কোন চাকরীর সন্ধান সে পাচ্ছে না। ওর জন্য কত ভালো ভালো সম্বন্ধ আসছে, বেশিদিন হয়তো মা বাবাকে বাঁধা দিতে পারবেনা সে।
"আমার হাতে চুরিগুলো কেমন লাগছে? সুন্দর না অনেক?" হাত নাড়িয়ে নাড়িয়ে শারমিন চুরিগুলো দেখালও তাকে। "হুম, সুন্দর অনেক।"
"সামনের সপ্তাহে আবার আসবা তো? তুমি তো আজকাল আসতেই চাওনা। আমাকে আর ভালো লাগে না মনে হয়। পুরানো হয়ে গেছি তাই না?"
"হুম, পুরানো হয়ে গেছো, এখন বাসায় যাও। সন্ধ্যা হয়ে যাচ্ছে। তোমার আব্বু চলে আসবে অফিস থেকে এখন।"
Report incorrect information