হাদীছঃ হযরত নাওয়াস ইবনে সামআন (রদিঃ) বলেন, আমি নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লামকে বলতে শুনেছি, কেয়ামতের দিন উপস্থিত করা হবে কোরআন এবং উহার পাঠকদের, যারা কোরআন অনুযায়ী আমল করত। উহাদের আগে থাকবে সূরা বাকারা ও আলে ইমরান, যেন তারা দু'টি মেঘখণ্ড অথবা দু'টি কাল ছায়া, যার মধ্যস্থলে থাকবে দীপ্তি। অথবা দু'টি পাখা প্রসারিত পক্ষীর ঝাঁক, যারা অনুযোগ করবে আল্লাহ্র নিকট তাদের পাঠকদের পক্ষে।
-