Category:পশ্চিমবঙ্গের বই: জীবনী, চিঠিপত্র, ডায়েরি, স্মৃতিচারণ ও সাক্ষাৎকার
বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে।
বই এর প্রথম ফ্লাপ
অকালে প্রয়াত সন্ন্যাসী স্বামী বিবেকান্দের বিচিত্র জীবনকথা নিয়ে তাঁর জন্ম সার্ধশতবর্ষে যে সব আলাপ আলোচনা চললো তা এককথায় অভূতপূর্ব। তাঁর বাণী ও রচনা ও সেই সঙ্গে তাঁর বাল্যজীবন, পারিবারিক-জীবন, সন্ন্যাস জীবন, মহাসমুদ্রের ওপারে প্রচারজীবন এবং নবপ্রতিষ্ঠিত সঙ্ঘজীবন সম্বন্ধে বিশ্ববাসীর কৌতূহল এখনও সীমাহীন। ১৯০২ সালে তাঁর তিরোধানের সময় তাঁর বিস্ময়কর জীবনসংগ্রামের অতি অল্পকথাই আমাদের জানা ছিল। তারপর অসম্ভবকে সম্ভব করে নানা বিবেকানন্দ তথ্য প্রাচ্য ও পাশ্চাত্যের লেখক লেখিকারা অশেষ ধৈর্যের সঙ্গে সংগ্রহ করে আমাদের গভীর ঋণপাশে আবদ্ধ করেছেন। সেই সঙ্গে উঠেছে প্রশ্ন কি করে মৃত্যুর পরেই তিনি ভারতবর্ষের হৃদয়েশ্বর হয়ে উঠলেন? কেমন করে তাঁর সঙ্ঘ ও বাণী পাশ্চাত্যে বেঁচে রইলো? তাঁর সঙ্ঘভ্রাতা ও সন্ন্যাসী সন্তানরা কোন্ পথে বিশ্বের চিন্তানায়কদের রামকৃষ্ণ-বিবেকানন্দে আগ্রহী রাখতে সফল হলেন ? সাম্প্রতিকালে যে কটি বই বিবেকানন্দ অনুসন্ধানকে প্রাণময় করেছে তার মধ্যে রয়েছে শংকর-এর ‘অচেনা অজানা বিবেকানন্দ', ‘আমি বিবেকানন্দ বলছি’ ও ‘অবিশ্বাস্য বিবেকানন্দ'। এই ত্রিধারায় চতুর্থ সংযোজন ‘আশ্চর্য বিবেকানন্দ’, যা সর্ব অর্থে এক আশ্চর্য মানুষের আশ্চর্য সংগ্রামের আশ্চর্য বর্ণনা ।
Report incorrect information