Category:পশ্চিমবঙ্গের বই: শিশু-কিশোর বই
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
স্পার্টার পূর্বদিকে ইজিয়ান নামে একটা সমুদ্র আছে। সেই নীল সমুদ্রের পরপারে, স্পার্টা থেকে বহু দূরে ট্রয় নামে এক নগরী। এই নগরীর রাজা যেমনি ধনী তেমনি শক্তিশালী। অতুল ঐশ্বর্যশালী এই রাজার নাম প্রায়াম। তার বড় ছেলের নাম হেক্টর।
প্রায়ামের রানী হেকিউবার যখন দ্বিতীয় সন্তান সম্ভাবনা, তখন তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে ট্রয় নগরী পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ট্রয়ের সর্বত্র শুধু আগুন আর আগুন! আগুনের লেলিহান জিহ্বা আকাশ পর্যন্ত স্পর্শ করেছে। এই স্বপ্নের কথা সকলকে জানানাে হলে, বিজ্ঞজনেরা বললেন যে সন্তান জন্মাবে, সে হবে ট্রয়ের মহা বিপদের কারণ। যথাসময়ে একটি পুত্রসন্তান জন্মাল, কিন্তু অমন সুন্দর শিশুকে দেখে কেউ হত্যা করতে ইচ্ছুক হল না। রাজা প্রায়াম নিজে শিশুটিকে শহর থেকে নিয়ে গিয়ে বনভূমিতে আচ্ছন্ন এক পাহাড়ের ওপরে বিসর্জন দিলেন। পাহাড়টির নাম আইডা।
পরিত্যক্ত শিশুটির কান্না শুনে এক মেষপালক ছুটে এলাে আর তাকে ঘরে নিয়ে গিয়ে নিজের সন্তানের মত পালন করতে লাগল। সে শিশুটির নাম দিল প্যারিস। এইভাবে প্যারিস মেষপালকের সরল জীবনযাত্রায় গড়ে উঠতে লাগল। কোনদিনই সে জানতে পারলে না যে সে রাজার ছেলে আর তার বাবা ট্রয় নগরীর বিখ্যাত রাজা প্রায়াম।
Report incorrect information